
বেশ কয়েক দিন ধরেই বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছে। কখনও গোপন বাগদান, কখনও আবার রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ের আসরের জল্পনা—সব মিলিয়ে শ্রদ্ধার ব্যক্তিগত জীবন ঘিরে আগ্রহ তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পেজ দাবি করে, উদয়পুরের একটি হেরিটেজ প্রাসাদে খুব শিগগিরই শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির বিয়ের অনুষ্ঠান বসতে চলেছে।
পোস্টটি ভাইরাল হতেই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। কেউ শুভেচ্ছা জানান, কেউ আবার খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। ঠিক এমন সময়েই আলোচনায় নতুন মোড় আনেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর। ওই পোস্টের কমেন্ট বক্সে হাসিমুখ ও বিস্ময় প্রকাশকারী ইমোজি দিয়ে তিনি লেখেন, “আমিও জানতাম না বিয়ের খবর। আমার জন্যও এটা নতুন।”
সিদ্ধান্ত কাপুরের এই মন্তব্যে অনেকের কাছেই স্পষ্ট হয়ে যায়, শ্রদ্ধার বিয়ে নিয়ে ছড়ানো খবর আপাতত গুঞ্জনই। পরিবারের ঘনিষ্ঠ একজন সদস্যের এমন প্রতিক্রিয়া বিয়ের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই নিজের বিয়ে নিয়ে কৌতূহল বাড়িয়েছিলেন শ্রদ্ধা কাপুর। এক অনুষ্ঠানে অনুরাগীদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “আমি বিয়ে করছি।” এই মন্তব্যের পর থেকেই এ বছরই তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে—এমন জল্পনা শুরু হয়।
অন্যদিকে, শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির সম্পর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন কফিশপ, রেস্তোরাঁ, সিনেমার প্রিমিয়ার ও বলিউডের নানা অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্তগুলো নিয়েও কম আলোচনা হয়নি।
বলিউডে রাহুল মোদির পরিচিতিও বেশ উল্লেখযোগ্য। তিনি একজন সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার। ‘পেয়ার কা পাঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর মতো ছবিতে কাজ করে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।
সব মিলিয়ে, শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে আগ্রহ এখনো তুঙ্গে থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা। আপাতত ভাই সিদ্ধান্ত কাপুরের মন্তব্যে স্পষ্ট—বিয়ের ঘণ্টা এখনো পুরোপুরি বাজেনি।